ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পোশাক শিল্পের বন্ড কার্যক্রম সহজীকরণে গুরুত্বারোপ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪১, এপ্রিল ৩, ২০২৪
পোশাক শিল্পের বন্ড কার্যক্রম সহজীকরণে গুরুত্বারোপ ...

চট্টগ্রাম: পোশাক শিল্পের বন্ড সংক্রান্ত কার্যক্রম সহজীকরণ ও দ্রুততার সঙ্গে সম্পাদনের ওপর গুরুত্বারোপ করেছেন বিজিএমইএ নেতারা।

বুধবার (৩ এপ্রিল) কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামের নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ লুৎফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তারা এ গুরুত্বারোপ করেন।

 

 বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, বিজিএমইএর পরিচালক এমডি এম মহিউদ্দিন চৌধুরী, এএম শফিউল করিম (খোকন) ও এম এহসানুল হক, পরিচালক মোহাম্মদ মুছা, আমজাদ হোসেন চৌধুরী, মোস্তফা সরোয়ার রিয়াদ, মোহাম্মদ রাকিব আল নাসের, গাজী মো. শহীদুল্লাহ, মো. আবছার হোসেন এবং সাবেক পরিচালক হাসানুজ্জামান চৌধুরী।  

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার কামনাশীষ, মিজানুর রহমান, তপন চন্দ্র দে প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।