ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ফলমণ্ডির ফ্লাইওভারের নিচে চসিকের উচ্ছেদ অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৩, এপ্রিল ৩, ২০২৪
ফলমণ্ডির ফ্লাইওভারের নিচে চসিকের উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম: নগরের স্টেশন রোডের বিআরটিসির ফলমণ্ডি থেকে নিউমার্কেট মোড় হয়ে জুবিলি রোডের আমতল এলাকা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি করপোরেশন৷ 

বুধবার (৩ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে ফলমণ্ডি এলাকায় ফ্লাইওভারের নিচের অংশ অবৈধভাবে দখল করে তরমুজের আড়ত বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করায় তৎক্ষণাৎ আড়তগুলো অপসারণ করে অবৈধ দখলমুক্ত করা হয় সরকারি ভূমি৷ 

অভিযানে নিউমার্কেট এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় শতাধিক কাঠের চৌকি ও চেয়ার-টেবিল অপসারণ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম,  চৈতী সর্ববিদ্যা, শাহরীন ফেরদৌসী, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন ও চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাক।

অভিযানটি  সমন্বয় করেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম৷ 

অভিযানকালে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।