ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম বুয়েট ক্লাবের ইফতার মাহফিল 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৭, এপ্রিল ১, ২০২৪
চট্টগ্রাম বুয়েট ক্লাবের ইফতার মাহফিল  ...

চট্টগ্রাম: চট্টগ্রাম বুয়েট ক্লাবের উদ্যোগে বুয়েটিয়ান ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নগরীর ফয়েজ লেক রোডে অবস্থিত গ্যালেরিয়া’র এম্বিয়েন্স হলে আয়োজিত ইফতার মাহফিলে প্রায় ৩০০ জন বুয়েটিয়ান স্বপরিবারে মিলিত হন।

বিভিন্ন সময় নানা সামাজিক গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে বুয়েট ক্লাব চট্টগ্রাম ইতিবাচক ভূমিকা পালন করেছে। সংঘটিত হয়ে প্রচেষ্টা চালালে আরও বড় পরিসরে অবদান রাখা সম্ভব।

এরকমটাই মনে করেন তারা।

অনুষ্ঠানে বুয়েটের বিভিন্ন ব্যাচের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এছাড়াও পিডিবি, বন্দর, পুলিশ, নেভি, কাস্টমস, আয়কর, প্রশাসনসহ বিভিন্ন বেসরকারি ভারী শিল্প থেকে আসা প্রকৌশলীদের পরিবারসহ সবার উপস্থিতি অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ এনে দেয়। সবার উচ্ছ্বসিত অংশগ্রহণে অনুষ্ঠানস্থল যেন হয়ে উঠে বুয়েট ক্যাম্পাস।

আনন্দঘন এই আয়োজনটি বু বু ওয়ার্ল্ড কর্তৃক পরিবেশনকৃত ইফতার এবং নৈশভোজের মাধ্যমে সম্পন্ন হয়।  

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।