ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ক্রীড়া সংগঠক এজাহারুল হক চৌধুরীর মৃত্যুবার্ষিকী সোমবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩২, মার্চ ৩১, ২০২৪
ক্রীড়া সংগঠক এজাহারুল হক চৌধুরীর মৃত্যুবার্ষিকী সোমবার

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক কাউন্সিলর, নোয়াপাড়া লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ হার্ডওয়ার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সিআইপি  এজাহারুল হক চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী সোমবার (১ এপ্রিল)

এ উপলক্ষে মরহুমের নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসভবনে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই কর্মসূচি পালন করা হবে মরহুমের রাউজান, নোয়াপাড়ার বাসভবন এবং পারিবারিক কবরস্থানেও।

 

মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানমালাতে যোগ দিয়ে তাঁর রুহের মাগফেরাত কামনার জন্য মরহুমের সন্তান, নোয়াপাড়া লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক আলী একরামুল হক রমি শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।  

উল্লেখ্য, এজাহারুল হক চৌধুরী সাবেক মন্ত্রী ও প্রয়াত জননেতা জহুর আহমেদ চৌধুরীর জামাতা।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।