ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চলে গেলেন হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ইউছুফ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৬, মার্চ ৩০, ২০২৪
চলে গেলেন হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ইউছুফ

চট্টগ্রাম: বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য এবং সিজেকেএস কাউন্সিলর মোহাম্মদ ইউসুফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

শনিবার (৩০ মার্চ) সকালে এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান।

বিকেলে বাদ আসর নগরের মেহেদীবাগস্থ সিডিএ জামে মসজিদে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। পরে গরীবুল্লাহ শাহস্থ কবরস্থানে দাফন করা হয়।
 

জানাজায় সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সহ-সভাপতি হাফিজুর রহমান, আবুল বশর, অ্যাডভোকেট শাহিন আফতাব রেজা চৌধুরী, এহসানুল হায়দার চৌধুরী বাবুল, সিডিএফএ সহ-সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, সিজেকেএস নির্বাহী পরিষদ  সদস্য ও কাউন্সিলরবৃন্দ অংশগ্রহণ করেন।

বিশিষ্ট এ ক্রীড়া সম্পাদক হকি ফেডারেশন ছাড়াও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।  

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
এমআর/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।