ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারা প্রেস ক্লাবের ইফতার সামগ্রী বিতরণ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৯, মার্চ ২৮, ২০২৪
আনোয়ারা প্রেস ক্লাবের ইফতার সামগ্রী বিতরণ  ...

চট্টগ্রাম: আনোয়ারা প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে পত্রিকার হকার ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে বঙ্গবন্ধু টানেল সংযোগ সড়কের একটি কমিউনিটি সেন্টারে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি এম আনোয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন।

এদিকে সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনে  ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী। প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন, বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, সদর ইউনিয়নের চেয়ারম্যান অসিম কুমার দেব ও প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মোরশেদ হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ন কবির শাহ সুমন, কর্ণফুলী প্রেস ক্লাবের সভাপতি মোরশেদুর রহমান নয়ন।

এ সময় হাইলধর ইউনিয়নের চেয়ারম্যান কলিম উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি মামুনুর রশিদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিদুয়ানুল করিম রহিম, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম শামীম, যুবলীগ নেতা মো. শাহজাহান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কাজী আবদুল হান্নান।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।