ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে গাছ থেকে পড়ে প্রাণ গেল দিনমজুরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১২, মার্চ ১৮, ২০২৪
বোয়ালখালীতে গাছ থেকে পড়ে প্রাণ গেল দিনমজুরের ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে গাছ থেকে পড়ে অলক কান্তি নাথ (৪৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।  

সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে পৌরসভার ৩নম্বর ওয়ার্ড মুরাদ মুন্সির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অলক কান্তি নাথ পৌরসভার পূর্ব গোমদন্ডী ৩ নম্বর ওয়ার্ড চুড়াখালী নাথ পাড়ার মৃত মানিক নাথের ছেলে। তিনি এক কন্যার জনক।

গাছের মালিক জান্নাতুল ফেরদৌস বলেন, ওই দিনমজুর এলাকায় বিভিন্নজনের গাছ কাটার কাজ করতেন। সকালে গাছ কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা ইয়াসমিন ইমু বলেন, অলক কান্তি নাথ নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।