ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় এমপি’র ভাইয়ের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৬, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় এমপি’র ভাইয়ের মৃত্যু  ...

চট্টগ্রাম: সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের মিঠাদিঘী এলাকায় সড়ক দুর্ঘটনায় বাহার উদ্দিন (৪৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।  

বাহার উদ্দিন সাতকানিয়া সদর ইউনিয়নের চিববারি এলাকার আলতাফ মিয়ার পুত্র এবং চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের এমপি এম এ মোতালেব এর খালাতো ভাই বলে জানান এমপির একান্ত সচিব মোহাম্মদ আবু তৈয়ব।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন জানান, মিষ্টি ব্যবসায়ী বাহার উদ্দিন ফজরের নামাজ শেষে মোটরসাইকেল নিয়ে পদুয়া থেকে কেরানীহাট এলাকায় যাওয়ার সময় বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ ইরফান বলেন, হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আইনগত ব্যবস্থা গ্রহণ করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।