ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

গভীর রাতে বাড়িতে ডাকাতের হানা, টাকাসহ স্বর্ণালঙ্কার লুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৮, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
গভীর রাতে বাড়িতে ডাকাতের হানা, টাকাসহ স্বর্ণালঙ্কার লুট

চট্টগ্রাম: সীতাকুণ্ড পৌরসভায় একটি বাড়িতে হানা দিয়ে নগদ টাকাসহ-স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে ডাকাত দল। এ সময় বাধা দেওয়ায় দুইজনকে ছুরিকাঘাত করে ডাকাতরা।

 

সোমবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌরসদরের শেখপাড়া এলাকায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শেখ সালাউদ্দিনের বাড়িতে ডাকাত দল হানা দেয়।

সাংবাদিক শেখ সালাউদ্দিন বাংলানিউজকে বলেন, ঘটনার সময় আমি কক্সবাজার ছিলাম।

১০-১২ জন মুখোশ পড়া অস্ত্রধারী ডাকাত পরিবারের সবাইকে দড়ি দিয়ে বেঁধে সবকিছু লুট করে নিয়ে গেছে। এ সময় বাধা দেওয়ায় আমার মেয়ের জামাই ও তার ভাইকে ছুরিকাঘাত করে ডাকাতরা। আমার এক ভাইয়ের পরিবার হজে গেছেন তার কি লুট হয়েছে জানি না। আমাদের নগদ এক লাখ ২০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণ লুট হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।