ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ঘর সাজবে পিটুপির ফার্নিচারে, রয়েছে মূল্যছাড়ও

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১১, ফেব্রুয়ারি ১১, ২০২৪
ঘর সাজবে পিটুপির ফার্নিচারে, রয়েছে মূল্যছাড়ও

চট্টগ্রাম: পিটুপি মানেই নতুন কিছু। প্রাচীন সভ্যতার ডিজাইন এ আধুনিকতার ছোঁয়াতে তৈরি করা হয়েছে পিটুপির সকল  ফার্নিচার।

পিটুপি’র  ফার্নিচার মানে সকল ফার্নিচার প্রেমীদের মাঝে মহা উৎসব। ক্রেতাদের এই বিশেষ সুবিধা দিতে এবং মেলায় আকর্ষণীয় সব ডিজাইনের সকল  ফার্নিচার পেতে যেকোনো ক্রেতা সরাসরি  যোগাযোগ করতে পারবে পিটুপির  সকল শোরুমে।

চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশনে ফার্নিচার মেলায় ক্রেতাদের জন্য থাকছে সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়।  

তবে আগামী ২১ পর্যন্ত ক্রেতারা এই সুবিধা গ্রহণ করতে পারবে  পিটুপি’র সকল  শোরুম এর  পাশাপাশি  যেকোনো ক্রেতা  পিটুপি’র ডিসাইন এন্ড রিসার্চ টিমের সঙ্গে সরাসরি কথা বলে  পছন্দের যেকোনো ফার্নিচার বুকিং দিতে পারবে।

পিটুপির ফার্নিচার এর জিএম মো. ইউসুফ নিজাম জানান, আমরা চট্টগ্রামে এবং দেশব্যাপী ক্রেতাদের সকল সুবিধা প্রদান করার লক্ষে কাজ করে যাচ্ছি, যাতে কোনো ক্রেতা তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে আমাদের কাছ থেকে তাঁর পছন্দের ফার্নিচার কিনে সন্তুষ্টির সাথে ঘরে ফিরে সাজাতে পারে তাঁর স্বপ্নের ঘর ।

এই অফার ও ফার্নিচার সম্পর্কে জানতে সরাসরি এই নম্বরগুলোতে যোগাযোগ করুন: ০১৭০৯৬৬৫০৩২, ০১৭০৯৬৬৫০৩৮, ০১৮৯৬১০০২৩০, ০১৩০৩০৮৩৬৭৬, ০১৭০৯৬৬৫০৩৩, ০১৭০৯ ৬৬৫১৩৬।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।