ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

দুর্ঘটনায় পড়লো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২২, ফেব্রুয়ারি ১১, ২০২৪
দুর্ঘটনায় পড়লো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস ...

চট্টগ্রাম: ঢাকা থেকে চট্টগ্রাম আসার পথে সীতাকুণ্ডে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস।  

রোববার (১১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে ছোট কুমিরা মছজিদ্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে ওইসময় বাসটিতে দলের কোনো খেলোয়াড়-কর্মকর্তা ছিলেন না বলে জানানো হয়।

বারআউলিয়া হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) শাহ আলম বাংলানিউজকে বলেন, বাসটির সামনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এসময় গাড়িতে টিম বয়’রা ছিলেন।

এরই মধ্যে ঢাকা ছেড়েছে টিম চ্যালেঞ্জার্স। এবারের বিপিএলে দলটির নেতৃত্ব দিচ্ছেন শুভাগত হোম। ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় তিনে আছে চট্টগ্রামের এ দলটি।

১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএল এবারের আসরের চট্টগ্রাম পর্ব। প্রথম ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে চ্যালেঞ্জার্সরা।  

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৪
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।