ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সাইকেলে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল কিশোরের 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, ফেব্রুয়ারি ১০, ২০২৪
সাইকেলে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল কিশোরের 

চট্টগ্রাম: পতেঙ্গা প্রাইভেটকারের ধাক্কায় মো. মনির হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে নগরীর পতেঙ্গা থানাধীন বেড়িবাধ সংলগ্ন আউটার রিং রোড চরপাড়া ঘাট এলাকায় পাকা দুর্ঘটনা ঘটে।

 

মো. মনির হোসেন কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী পূর্ব কোস পাড়ার মোজাম্মেল হকের ছেলে।

পতেঙ্গা থানার সহকারী উপ পরিদর্শক কিরণ হোসেন বাংলানিউজকে বলেন, একটি দ্রুত গতির প্রাইভেট কার সাইকেলকে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত পায়।

এতে ঘটনাস্থলেই সাইকেল চালক মনিরের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

 বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।