ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

কবি গানে বুঁদ শত দর্শক 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, ফেব্রুয়ারি ১০, ২০২৪
কবি গানে বুঁদ শত দর্শক 

চট্টগ্রাম: দুই কবিয়ালের বিষয়ভিত্তিক বাকযুদ্ধ। তর্ক-বিতর্কে মুগ্ধ দর্শকদের নির্ঘুম রাত।

সময়ের বিবর্তনে কবিগানের এমন দৃশ্য অতীত হলেও শেকড় সন্ধানী কিছু মানুষ এখনও খুঁজে ফেরেন সেই স্মৃতি। কিছু সময়ের জন্য হলেও ফিরে যেতে চান সেই পুরনো বাংলার ঐতিহ্যবাহি স্মৃতির অলিন্দে।
 

এমন গান পাগল মানুষের জন্য চট্টগ্রাম চন্দনাইশের বৈলতলী ইউনিয়ন পরিষদে বসলো কবি গানের আসর। ইউনিয়নের ডোবারকুলের এলাকায় আয়োজন করা হয় ‘কবি গান’।  

কবি গান দেখতে ও শুনতে শুধু শহরই নয়; আশপাশের এলাকা থেকে নারী-পুরুষরাও হাজির হন। কবি গানের এ আসর চলে রাত ব্যাপি। কবিয়াল জাহেদ সরকার ও কবিয়াল নিরঞ্জন সরকারের যুক্তি-তর্কে মুগ্ধ হন শ্রোতা-দর্শক ।

এতে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম। তিনি বলেন, কবি গান আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য। আমাদের শেকড়ের টান। আমরা সবসময় উৎসাহিত করি।

ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজক শফিকুল আলম বলেন, গ্রামের মানুষের আগ্রহ কবি গানে। তারা রাত জেগে গান শুনেন। এলাকাবাসীর অনুরোধ এমন আয়োজন করা হয়েছে। আগামীতেও এটা অব্যাহত থাকবে।

বৈলতলী ইউনিয়নের চেয়ারম্যান এসএম সায়েম, দৈনিক পূর্বকোণের সাংবাদিক এডভোকেট দেলোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।