ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নাজিরহাটে পিকআপ চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৬, ফেব্রুয়ারি ৯, ২০২৪
নাজিরহাটে পিকআপ চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রাম: ফটিকছড়ির নাজিরহাটে পিকআপের চাপায় হাফেজ মুহাম্মদ ফয়েজ আহমেদ (৫৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের রশিদা পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ফয়েজ পৌরসভার ৪নম্বর ওয়ার্ড়ের আতাউল্লাহপাড়ার মৃত ফতেহ আলী সওদাগরের ছেলে।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল চালিয়ে নাজিরহাট বাজারের দিকে যাচ্ছিলেন হাফেজ মুহাম্মদ ফয়েজ আহমেদ।

বিপরীত দিক হতে আসা পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গুরুত্বতর আহত হন ফয়েজ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তিনি মারা যান।  

নাজিরহাট হাইওয়ে থানার এসআই মুহাম্মদ আনিস বলেন,   দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশের জিম্মায় রয়েছে। ঘটনায় আহত ব্যক্তি নগরের চমেক হাসপাতালে মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।