ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে মদসহ আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৮, জানুয়ারি ১৮, ২০২৪
বোয়ালখালীতে মদসহ আসামি গ্রেফতার ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১০ লিটার চোলাই মদসহ ৫ মামলার আসামি রুস্তম আলীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

রুস্তম আলী শ্রীপুর মুছার বাপের বাড়ির মৃত নুর হোসেনের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আছহাব উদ্দিন বলেন, রুস্তম আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে আদালতে পাঠানো হয়েছে।

তার বিরুদ্ধে রাউজান ও বোয়ালখালী থানায় আরও ৫টি মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।