ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

ক্রিকেট

চেপে ধরেছেন বোলাররা, উইকেট পেয়েছেন মোস্তাফিজ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৬, জুলাই ১০, ২০২২
চেপে ধরেছেন বোলাররা, উইকেট পেয়েছেন মোস্তাফিজ

বৃষ্টিতে প্রায় দুই দিন উইকেট ছিল ঢাকা। স্বাভাবিকভাবেই উইকেট থেকে বাড়তি সুবিধা পাওয়ার কথা বোলারদের।

এই কারণেই টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। সেটা পাচ্ছেনও না তারা।

প্রভিডেন্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগে ব্যাট করতে নামা স্বাগতিকদের চেপে ধরেছে বাংলাদেশ। উইকেটের দেখা পেয়েছেন মোস্তাফিজুর রহমান।  

টস হেরে ফিল্ডিং করতে নামা বাংলাদেশ শুরুটা করে স্পিনার নাসুম আহমেদকে দিয়ে। ওই ওভারে কেবল এক রান দেন তিনি। এরপর দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট পান মোস্তাফিজ।  

এরপরও বোলাররা চাপ অব্যাহত রেখেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩২ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সময় : ২২৩৫, জুলাই ১০, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।