ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

শ্রীলঙ্কার হেড কোচের পদ ছাড়ছেন আর্থার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৭, নভেম্বর ১৭, ২০২১
শ্রীলঙ্কার হেড কোচের পদ ছাড়ছেন আর্থার

শ্রীলঙ্কা ক্রিকেট দলের হেড কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন মিকি আর্থার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশটির আসছে দুই ম্যাচ টেস্ট সিরিজই হতে চলেছে তার অ্যাসাইন্টমেন্ট।

এই দুই টেস্ট শেষেই আর্থার ইংল্যান্ডের কাউন্টি দল ডার্বিশায়ারের ক্রিকেট হেড হিসেবে যোগ দেবেন।

এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বাজে সময়ে হেড কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন ৫৩ বছর বয়সী আর্থার। তবে এরপর থেকে ধীরে ধীরে উন্নতি করতে দেখা যায় দলটিকে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে না যেতে পারলেও আট ম্যাচের মধ্যে ৫টিতে জয় পায় তারা।

হাইপ্রোফাইল কোচ হিসেবে বেশ নামকরা আর্থার ২০০৫ থেকে ২০১০ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হেড কোচ ছিলেন। এছাড়া অস্ট্রেলিয়া ও পাকিস্তানেরও হেড কোচ ছিলেন তিনি। তার আমলে পাকিস্তান ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল।

আগামী ২১ নভেম্বর গলে ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে লঙ্কানরা। আর ২৯ নভেম্বর দুদল শেষ টেস্টে মুখোমুখি হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।