ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেও নেই সাইফউদ্দিন!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৬, অক্টোবর ২৯, ২০২১
পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেও নেই সাইফউদ্দিন!

ইনজুরিতে পড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ মোহাম্মদ সাইফউদ্দিনের। পুরনো পিঠের চোটে ছিটকে পড়েছেন আবুধাবি টি-টেন লিগ থেকেও।

এবার জানা গেল, সম্ভবত পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেও খেলতে পারবেন না এই তরুণ পেস বোলিং অলরাউন্ডার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সাইফউদ্দিনকে চার সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। এই সময়ে তিনি পূর্ণ বিশ্রামে থাকবেন। এরপর চোটের অবস্থা পরীক্ষা করে শুরু হবে পুনর্বাসনপ্রক্রিয়া। এদিকে ১৯ নভেম্বর থেকে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ওই সিরিজের আগে তিনি ফিট হতে পারবেন না বলেই ধারণা করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন সাইফউদ্দিন। বিসিবির মেডিক্যাল টিম তাকে পর্যবেক্ষণে রেখেছে। তার বদলে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন দলের সঙ্গে রিজার্ভ হিসেবে যাওয়া পেসার রুবেল হোসেন।  

তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। প্রথম টেস্ট বাদে বাকি সব ম্যাচ হবে মিরপুরে।  

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।