ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

গুরত্বপূর্ণ ম্যাচেও ব্যাট হাসেনি তামিমের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, অক্টোবর ৬, ২০২১
গুরত্বপূর্ণ ম্যাচেও ব্যাট হাসেনি তামিমের

নেপালের ফ্রাঞ্চাইজি লিগ এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে নকআউট পর্বে খেলতে নেমে ভালো স্কোর করতে পারেননি তামিম ইকবাল। কাঠমান্ডু কিংসের বিপক্ষে প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে অল্প রানেই সাঝঘরে ফিরেন তিনি।

ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৯ বলে ৯ রান করেই প্যাভিলিয়নের পথ ধরতে হয় বাংলাদেশি ব্যাটার তামিম ইকবালকে। এ প্রতিবেদন লেখার সময় ভাইরাহাওয়ার স্কোর ১২ ওভারে ২ উইকেটে ৯৩ রান। উপুল থারাঙ্গা ৩৫ ও কুশাল মাল্লা ৭ রানে ব্যাট করছেন।

টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই তামিমের দলের। দিনের প্রথম খেলায় প্রথম কোয়ালিফায়ারে পোখারা রাইনোসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চিতন টাইগার্স। ভাইরাহাওয়া ও কাঠমান্ডুর ম্যাচের জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়বে পোখারার বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।