ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানকে সমর্থন দিয়ে গেইলের টুইট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, সেপ্টেম্বর ১৯, ২০২১
পাকিস্তানকে সমর্থন দিয়ে গেইলের টুইট

পাকিস্তানের বিপক্ষে খেলা মাঠে গড়াবার ঠিক আগ মুহূর্তে সিরিজ বাতিল করে নিউজিল্যান্ড ক্রিকেট। ক্রিকেটবিশ্বে এমন ঘটনা মেনে নিতে শুধু সমর্থকরা নয় ক্রিকেটারদেরও কষ্ট হচ্ছে।

কিউইদের এমন সিদ্ধান্তের পর ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ড্যারেন সামির পাশাপাশি পাকিস্তানকে সমর্থন দিচ্ছেন ক্রিস গেইলও।

নিজের অফিসিয়াল টুইটার থেকে এক পোস্টের মাধ্যমে ক্রিস গেইল বলেন, ‘আমি আগামীকাল পাকিস্তান যাচ্ছি, কে কে যাবে আমার সঙ্গে?’

পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলের বাকি অংশ খেলতে বর্তমানে আরব আমিরাতে অবস্থান করছেন গেইল। সেখান থেকেই পাকিস্তানের নিরাপত্তা শঙ্কা উড়িয়ে দিয়ে এমন টুইট করেন ‘দ্য ইউনিভার্স বস’। এর আগে ড্যারেন স্যামিও একই কাজ করেন। পাকিস্তানে কোনো নিরাপত্তা হুমকি নেই বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান তিনি।

নিউজিল্যান্ড সফর বাতিল করায় পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর প্রক্রিয়া মুখ থুবড়ে পড়েছে। এশিয়ার দেশটিতে সফরে যাওয়ার কথা থাকলেও এখন নতুন করে ভাবছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এমতাবস্থায় গেইলের টুইট পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) স্বস্তি দিতে পারে। গেইলের টুইটে অসংখ্য কমেন্ট পড়েছে। পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরও লিখেছেন, 'কিংবদন্তি, তোমার সঙ্গে সেখানে দেখা হবে। '

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।