ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ওল্ড ডিওএইচএসকে হারাল শেখ জামাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৫, জুন ১৬, ২০২১
ওল্ড ডিওএইচএসকে হারাল শেখ জামাল

ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবকে ১৬ রানে হারিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ।  

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ম্যাচে বৃষ্টিতে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে শুরুটা ভালো হওয়াতে শেখ জামাল পেয়ে যায় ১২০ রানের পুঁজি।

দলটির হয়ে উড়ন্ত সূচনা এনে দেন সৈকত আলি ও মোহাম্মদ আশরাফুল। প্রথম ৪ ওভারে দুজন তোলেন ৪২ রান। বাজে ফর্মের কারণে বাদ পড়ার পর এই ম্যাচে আবার একাদশে ফেরা আশরাফুল প্রথম ১০ বলে করেন ২২ রান।
এরপর আশরাফুলের রানের গতি একটু কমলেও রান বাড়াতে থাকেন সৈকত। ৭.১ ওভারে ৬৯ রান তুলে ফেলা এই জুটি ভাঙেন আনিসুল। তার প্রথম শিকার সৈকত (২৩ বলে ৩৭)। পরের বলে ফিরিয়ে দেন তিনি আশরাফুলকে (২২ বলে ২৬)।

বল হাতে ২ ওভারে ২৩ রানে ৫ উইকেট নেন আনিসুল। পরে ব্যাটিংয়েও ভালো করে হারা দলে থেকেও ম্যাচ সেরা হন তিনি।

ওল্ড ডিওএইচএস লক্ষ্যে নেমে ভালো চেষ্টা করলেও ১০৪ রানে ইনিংস শেষ হয়। ২৫ বলে ৩৩ করেন মাহমুদুল, ২৮ বলে ৩৬ রায়ান। ওপেনার আনিসুল ৯ বলে ১৪ রান করেন।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুন ১৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।