ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

আইসিসির মাসসেরা হলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩০, জুন ১৪, ২০২১
আইসিসির মাসসেরা হলেন মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম।  

সোমবার (১৪ জুন) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মুশফিক। পাকিস্তানের হাসান আলী ও শ্রীলঙ্কার প্রবীণ জয়াবিক্রমাকে হারিয়েছেন তিনি। মুশফিকই আইসিসির মাসসেরা পুরস্কার জেতা একমাত্র বাংলাদেশি ক্রিকেটার।

মুশফিক বাংলাদেশের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ২৩৭ রান করেছিলেন। এর মধ্যে ছিল একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চরি।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জুন ১৪, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।