ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

আবাহনীকে প্রথম হারের স্বাদ দিল খেলাঘর

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৬, জুন ৭, ২০২১
আবাহনীকে প্রথম হারের স্বাদ দিল খেলাঘর

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে প্রথম হারের স্বাদ পেয়েছে আবাহনী লিমিটেড। টানা তিন ম্যাচ জয়ের পর সোমবার চতুর্থ ম্যাচে এসে ৮ রানের পরাজয়ের দেখতে পেল মুশফিকুর রহিমের দল।

বিকেএসপি’র তিন নম্বর মাঠে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির দেওয়া ১৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভারে ১৫৬ তুলতে সক্ষম হয় আবাহনী। নাঈম শেখ ও নাজমুল হোসেন শান্ত দুজনই ৪৯ রান করে করেছেন। তবে মুশফিকুর রহিম ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন, সাজঘরে ফিরেছেন মাত্র ৮ রান করে।

খেলাঘরের রনি চৌধুরী ও খালেদ আহমেদ দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া রাফসান আল মাহমুদ একটি উইকেট নিয়েছেন।

এর আগে ইমতিয়াজ হোসেন তান্নার ৬৬ রানের ওপর ভর করে ৬ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে খেলাঘর। মেহেদি হাসান মিরাজ করেন ২৫ বলে ৩৩ রান। আবাহনীর আরাফাত সানি ও মোসাদ্দেক হোসেন দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিব একটি করে উইকেট পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জুন ৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।