ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

শ্রীলঙ্কা দলে করোনার হানা, শঙ্কায় প্রথম ওয়ানডে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৬, মে ২৩, ২০২১
শ্রীলঙ্কা দলে করোনার হানা, শঙ্কায় প্রথম ওয়ানডে

সিরিজের প্রথম ওয়ানডের আগে পেল বড় ধরনের দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা ক্রিকেট দল। সফরকারী দলের দুজন খেলোয়াড় এবং বোলিং কোচ চামিন্দা ভাস করোনায় আক্রান্ত হয়েছেন।

ফলে ম্যাচ নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছে।

করোনা পরীক্ষায় পজিটিভ আসা খেলোয়াড়রা হলেন ইসুরু উদানা আর শিরান ফার্নান্ডো। করোনা পজিটিভ ধরা পড়েছে দলটির বোলিং কোচ চামিন্দা ভাসের শরীরেও।

১৬ মে বাংলাদেশে পৌঁছানোর পর তিন দিন হোটেল কোয়ারেন্টিনে ছিলেন লঙ্কান ক্রিকেটাররা। এরপর জৈব সুরক্ষা বলয়ে থেকে খেলেছেন অনুশীলন ম্যাচ। তবে রুটিনমাফিক করোনা পরীক্ষায় সেই বলয়েরই ৩ জন সদস্যের দেহে মিলেছে করোনা ভাইরাসের উপস্থিতি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু করোনা হানায় ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে ম্যাচটি ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা।  

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, মে ২৩, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।