ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট: পাল্লেকেলেতে করোনার হানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৮, এপ্রিল ২৩, ২০২১
বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট: পাল্লেকেলেতে করোনার হানা পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম/ছবি: সংগৃহীত

ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। কিন্তু এর মাঝেই ম্যাচের ভেন্যু পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে দেখা দিল করোনা আতঙ্ক।

 

তবে স্বস্তির ব্যাপার হচ্ছে, কোনো খেলোয়াড় নন করোনা আক্রান্ত হয়েছেন দায়িত্বরত একজন মাঠকর্মী। আর ওই মাঠকর্মীর সংস্পর্শে আসেননি কোনো খেলোয়াড়। ফলে খেলোয়াড়দের নিয়ে বা ম্যাচকে ঘিরে কোনো ঝুঁকি নেই। অর্থাৎ ম্যাচ বন্ধ হচ্ছে না।

চলতি টেস্ট সিরিজ আয়োজিত হচ্ছে জৈব সুরক্ষা বলয়ে। মাঠে দর্শকের উপস্থিতিও নেই। তারপরও পাল্লেকেলেতে চলমান প্রথম টেস্টের আজ তৃতীয় দিনে সেই মাঠকর্মী করোনা পজিটিভ হয়েছেন। সঙ্গে সঙ্গে সেই মাঠকর্মী এবং তার সংস্পর্শে আসা আরও ৯ জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

এদিকে শুক্রবার তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের ৫৪১ রানের পাল্টা জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। সফরকারীদের চেয়ে এখনও ৩১২ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। ৮৫ রানে অপরাজিত আছেন লঙ্কান অধিনায়ক করুণারত্নে। সঙ্গী ধনঞ্জয়া ডি সিলভা অপরাজিত ২৬ রানে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।