ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ইফতারের ছবি সামাজিক মাধ্যমে না দেওয়ার আহ্বান রুবেলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১২, এপ্রিল ২২, ২০২১
ইফতারের ছবি সামাজিক মাধ্যমে না দেওয়ার আহ্বান রুবেলের

চলছে মুসলমানদের পবিত্র মাহে রমজান। সংযম ও ত্যাগের এই মাসে সাহরি ও ইফতারের খাবারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড না করার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে রুবেল লেখেন, 'এই রমজানের সাহরি-ইফতারের খাবারের ছবি বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিবেন না। মনে রাখবেন, আপনার বিলাসিতা অন্য কারো আফসোসের কারণ হতে পারে'।

উল্লেখ্য, শ্রীলঙ্কায় চলমান টেস্ট সিরিজের স্কোয়াডে নেই রুবেল। আবু জায়েদ চৌধুরি, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম ও সৈয়দ খালেদ আহমেদরা রয়েছেন স্কোয়াডে।

এই রমজানের সাহরী ইফতারের খাবারের ছবি বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিবেন না। মনে রাখবেন, আপনার বিলাসিতা অন্য কারো আফসোসের কারণ হতে পারে।

Posted by Rubel Hossain on Tuesday, April 20, 2021

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।