ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কান সাবেক অলরাউন্ডার দিলহারা ৮ বছর নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৫, এপ্রিল ১৯, ২০২১
শ্রীলঙ্কান সাবেক অলরাউন্ডার দিলহারা ৮ বছর নিষিদ্ধ

আইসিসির দুর্নীতি বিরোধী আইন ভেঙে সবধরনের ক্রিকেট থেকে ৮ বছর নিষিদ্ধ হলেন শ্রীলঙ্কান সাবেক অলরাউন্ডার দিলহারা লোকুহেত্তিগে। এর আগে ২০১৯ সালের ৩ এপ্রিল তার বিরেুদ্ধে অভিযোগ এনে সাময়িক নিষিদ্ধ করা হয়েছিলেন।

এবার সেটিরই পূর্ণ রায় দিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

অবশ্য দিলহারার নিষেধাজ্ঞা তখন থেকেই বিবেচনা করা হবে।

আইসিসির দুর্নীতি বিরোধী আইনের তিনটি ধারা ভাঙার অভিযোগ আনা হয় লঙ্কান এই পেস বোলিং অলরাউন্ডারের বিরুদ্ধে। যার প্রথমটি, ম্যাচ পাতানোর চেষ্টা বা ম্যাচের ফল অন্যায়ভাবে প্রভাবিত করার চেষ্টা করা।

দ্বিতীয়টি, দুর্নীতি বিরোধী বিধি ভাঙার উপযাচক, উদ্দীপক হিসেবে কাজ করা বা ভাঙতে প্রবৃত্ত করতে সরাসরি বা পরোক্ষভাবে কাজ করা। আরেকটি, অন্যায় প্রস্তাব পেয়েও আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটকে বিস্তারিত না জানানো।

এর আগে ২০০৫ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া লোকুহেত্তিগে এই সংস্করণে খেলেছেন ৯টি ম্যাচ। টি-টোয়েন্টি খেলেছেন দুটি।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।