ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

একাদশে মোস্তাফিজ, টস জিতে ফিল্ডিংয়ে রাজস্থান

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৯, এপ্রিল ১২, ২০২১
একাদশে মোস্তাফিজ, টস জিতে ফিল্ডিংয়ে রাজস্থান

আইপিএলের ১৪তম আসরের চতুর্থ ম্যাচে মুখোমুখি পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থানের নতুন অধিনায়ক সঞ্জু স্যামসন।

আর এ ম্যাচের মধ্য দিয়ে রাজস্থানে অভিষেক হচ্ছে বাংলাদেশি বোলার মোস্তাফিজুর রহমানের।

সোমবার (১২ এপ্রিল) মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় রাত আটটায় মাঠে গড়াবে।

রজস্থানে মোস্তাফিজ ছাড়া বিদেশি হিসেবে সুযোগ পেয়েছেন জস বাটলার, ক্রিস মরিস ও বেন স্টোকস। মোস্তাফিজ এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে খেলেছিলেন।

রাজস্থান রয়্যালস একাদশ: জস বাটলার (উইকেটরক্ষক), মনান ভোহরা, বেন স্টোকস, সঞ্জু স্যামসন (অধিনায়ক), রিয়ান পারাগ, শিবাম ডুবে, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, শ্রেয়াস গোপাল, চেতন সাকারিয়া, মোস্তাফিজুর রহমান।

পাঞ্জাব কিংস একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক/উইকেটরক্ষক), মায়াঙ্ক আগারওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, দীপক হুদা, শাহরুখ খান, ঝাই রিচার্ডসন, মুরুগান আশ্বিন, রিলে মেরিডিথ, মোহাম্মদ শামি, আরশদীপ সিং।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।