ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ হেরে জরিমানাও গুনলেন ধোনি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪২, এপ্রিল ১১, ২০২১
ম্যাচ হেরে জরিমানাও গুনলেন ধোনি

এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে বড় স্কোর গড়েও হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। তবে ম্যাচ হারের সঙ্গে সঙ্গে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আরেক হতাশা যোগ হয়েছে।

স্লো ওভার-রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে এই তারকাকে।

আইপিএলের এক বিবৃতিতে বলা হয়, ‘আইপিএলের কোড অব কন্ডাক্ট অনুযায়ী ধীর বোলিং করার জন্য ধোনির দলের এটি প্রথম অপরাধ হিসেবে ধরা হচ্ছে, তাই তাকে ১২ লাখ জরিমানা করা হয়েছে। ’

আসরের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করা চেন্নাই নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৮ রান করে। তবে দিল্লির দুই ওপেনার পৃথ্বী শ ও শিখর ধাওয়ানের দুর্দান্ত হাফসেঞ্চুরিতে ভর করে ৩ উইকেট হারিয়ে সহজেই জয় তুলে নেয় রিকি পন্টিংয়ের দল।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।