ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

ক্রিকেট

কন্যা সন্তানের বাবা হলেন ক্রিকেটার হাসান আলী

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৩, এপ্রিল ৬, ২০২১
কন্যা সন্তানের বাবা হলেন ক্রিকেটার হাসান আলী

কন্যা সন্তানের বাবা হলেন ক্রিকেটার হাসান আলী। নিজের অফিসিয়াল টুইটার পেজে এমনটি নিশ্চিত করেছেন এই পাকিস্তান পেসার।

বর্তমানে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান দলের সঙ্গে সফরে রয়েছেন হাসান আলী।

টুইটার হাসান লিখেন, ‘আলহামদুল্লিলাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে। রাজকন্যাকে আমাদের পরিবারে স্বাগতম। আমি আশাকরি ছোট্ট পরিটির জন্য সুন্দর স্বপ্ন অপেক্ষা করছে। উপরওয়ালা তার পথচলার স্বপ্ন পূরণ করুক। আমিন, সবার কাছে দোয়া চাই। ’

এর আগে হাসান আলী ও সামিয়া ২০১৯ সালের আগস্টে দুবাইতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সাত তারকা হোটেলের সেই অনুষ্ঠানে পরিবার ও কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন।

সামিয়া ভারতের হারিয়ানার মেয়ে। ২০১৮ সালে এক বন্ধুর মাধ্যমে দুবাইতে সামিয়ার সঙ্গে হাসান আলীর পরিচয় হয়।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।