ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

আড়াই দিনেই আইরিশদের হারিয়ে দিলেন সাইফ-তামিমরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৪, ফেব্রুয়ারি ২৮, ২০২১
আড়াই দিনেই আইরিশদের হারিয়ে দিলেন সাইফ-তামিমরা

আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে চার দিনের ম্যাচ আড়াই দিনেই জিতে গেল বাংলাদেশ ইমার্জিং দল।

রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারী দলকে ইনিংস ও ২৩ রানে হারিয়েছে সাইফ হাসানের দল।

 

তৃতীয় দিনে স্পিনার তানভীর ইসলামের ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৯ রানে গুটিয়ে যায় আইরিশরা। প্রথম ইনিংসে আইরিশদের ১৫১ রানের জবাবে বাংলাদেশ করেছিল ৩১৩ রান।  

১৬২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা আইরিশরা সবাই মিলে তুলতে পেরেছে মাত্র ১৩৯ রান। ফলে ম্যাচের আড়াই দিনেই ইনিংস ব্যবধানে হারতে হয়েছে তাদের।

বাংলাদেশ ইমার্জিং দলের পক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করা তানভির দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৮ উইকেট। ম্যাচে ১৩ উইকেট নিয়ে ম্যাচ সেরাও এই স্পিনার।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।