ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

ক্রিকেট

আইপিএলে অবিক্রিত থেকেও নতুন দায়িত্বে স্পিনার সোধি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, ফেব্রুয়ারি ২৭, ২০২১
আইপিএলে অবিক্রিত থেকেও নতুন দায়িত্বে স্পিনার সোধি

নিউজিল্যান্ডের তারকা স্পিনার ইশ সোধিকে সদ্য শেষ হওয়া আইপিএলের নিলাম থেকে কোন দলই কেনেনি। তবে দল না পেলেও ঠিকই থাকছেন তিনি।

খেলোয়াড় হিসেবে নয়, টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালসের লিয়াজোঁ অফিসার হিসেবে দেখা যাবে সোধিকে।

২০১৮ ও ২০১৯ সালে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন সোধি। এখানে নতুন ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারা এবং চিফ অপারেটিং অফিসার জ্যাক লাশ ম্যাকক্রামের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবেন এই লেগস্পিনার।

দায়িত্ব পাওয়ার পর সোধি বলেছেন, ‘রাজস্থান রয়্যালস একটি অভিনব এবং ডায়নামিক ফ্র্যাঞ্চাইজি। বিনোদন ও ক্রিকেটের এক দারুণ সংযোগ ঘটায় দলটি। আমার আইপিএল পরিবারের সঙ্গে আবারো যোগ দিতে পেরে আমি অনেক আনন্দিত। ’

কিউইদের টেস্ট দলে দেখা না গেলেও সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত মুখ সোধি। খেলছেন ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজেও।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।