ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

শুরুতেই আমব্রিসকে ফেরালেন মোস্তফিজ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৯, জানুয়ারি ২২, ২০২১
শুরুতেই আমব্রিসকে ফেরালেন মোস্তফিজ ছবি: শোয়েব মিথুন

শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ ওপেনার সুনীল আমব্রিসকে (৬) মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানিয়ে সাজঘরে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। নিজের তৃতীয় ওভার করতে এসে শেষ বলে ক্যারিবিয়ান শিবিরে আঘাত হানেন ‘ফিজ’।

 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬.২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১২ রান করেছে উইন্ডিজ। ব্যাটিংয়ে আছেন ওপেনার কিয়র্ন ওটলে (৬) ও উইকেটরক্ষক জশুয়া ডি সিলভা (০)।  

শুক্রবার (২২ জানুয়ারি) মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিং বেছে নেয় ক্যারিবিয়ানরা। প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নেবে টাইগাররা।  

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।