ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়ন হতেই মাঠে নামবে বরিশাল: আমিনুল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, নভেম্বর ১৮, ২০২০
চ্যাম্পিয়ন হতেই মাঠে নামবে বরিশাল: আমিনুল

বাংলাদেশের ক্রিকেটে বর্তমানে লেগ স্পিনারের সংখ্যা হাতে গোনা কয়েকজন। তাদের মধ্যে আমিনুল ইসলাম বিপ্লব প্রতিভাবানদের একজন।

আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলবেন ফরচুন বরিশালের হয়ে। তিনি জানিয়েছেন এই টুর্নামেন্টের প্রতিটা ম্যাচই তিনি ভালো করতে চান, দলের জয়ে রাখতে চান গুরুত্বপূর্ণ ভূমিকা।

বুধবার (১৮ নভেম্বর) মিরপুরে অনুশীলন শেষে বিপ্লব সাংবাদিকদের পাঠানো এক ভিডিও বার্তায় একথা জানান। এসময় তিনি জানান চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন তারা। আর এই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ভালো প্রস্তুতির মঞ্চ হিসেবে পাবেন।

বিপ্লব বলেন, 'অবশ্যই নিজের একটা ব্যক্তিগত প্ল্যান আছে। অনেক দিন পর আমাদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালু হতে যাচ্ছে। চেষ্টা করবো নিজেকে মানিয়ে নিয়ে খেলার জন্য এবং প্রত্যেকটা ম্যাচেই ভালো পারফর্ম করার চেষ্টা করবো। ম্যাচ বাই ম্যাচ নিজের দলকে ভালো কিছু দেয়ার চেষ্টা করবো। '

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।