ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

উইন্ডিজের বিপক্ষে সিরিজে একটি টেস্ট কমাতে পারে বিসিবি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৬, নভেম্বর ১৭, ২০২০
উইন্ডিজের বিপক্ষে সিরিজে একটি টেস্ট কমাতে পারে বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে এসে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। তবে সফরকারীদের অনুরোধে একটি টেস্ট কমাতে পারে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের আগে সিরিজ শেষ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ।  

তিনি বলেন, ‘সিরিজ সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা (ওয়েস্ট ইন্ডিজ) যত দ্রুত সম্ভব এই সিরিজ শেষ করতে চায়। ’ 

আকরাম খান আরও বলেন, ‘সফর নিশ্চিত এবং তারা ৭ জানুয়ারি পৌঁছাবে। আমরা কোয়ারেন্টিন সময়কাল নিয়েও তাদের সঙ্গে কথা বলছি। ’ 

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।