ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

করোনা নেগেটিভ সাকিব আল হাসান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪০, নভেম্বর ৮, ২০২০
করোনা নেগেটিভ সাকিব আল হাসান

নিষেধাজ্ঞা শেষে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। আর দেশে ফিরে ৭ নভেম্বর করোনা পরীক্ষা করান বিশ্বসেরা এই অলরাউন্ডার।

যেখানে নেগেটিভ হয়ে উতরে গেছেন সাকিব।

চলতি মাসে শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। আর এই টুর্নামেন্ট দিয়েই আবারও ক্রিকেট মাঠে ফিরবেন সাকিব। আগামী  ৯ ও ১০ নভেম্বর মিরপুরে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট অনুষ্ঠিত হবে।  ৯ নভেম্বর ফিটনেস টেস্ট দেবেন সাকিব।

এর আগে জুয়াড়ির কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় গত বছর ২৯ অক্টোবর সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করেছিল আইসিসি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বের ০৮, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।