ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ভোলা ক্রিকেট একাডেমির ২য় বর্ষপূর্তি উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১০, নভেম্বর ২, ২০২০
ভোলা ক্রিকেট একাডেমির ২য় বর্ষপূর্তি উদযাপন কেক কেটে ভোলা ক্রিকেট একাডেমির ২য় বর্ষপূর্তি উদযাপন

ভোলা: ভোলায় উৎসব মুখর পরিবেশে ভোলা ক্রিকেট একাডেমির দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।  

সোমবার (০২ নভেম্বর) জেলা শহরের গজনবী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভারে বর্ষপূর্তি উদযাপন করা হয়।

কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মুতাসির আলম রবীন চৌধুরী, নির্বাহী সদস্য কাজি বাবুসহ একাডেমির বিভিন্ন বয়সের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

পরে আলোচনা সভার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।