ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ গতির গোলা ছুড়লেন নরকিয়া

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, অক্টোবর ১৫, ২০২০
আইপিএল ইতিহাসে সর্বোচ্চ গতির গোলা ছুড়লেন নরকিয়া এনরিখ নরকিয়া

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ গতির বল করেছেন দক্ষিণ আফ্রিকান পেসার এনরিখ নরকিয়া। বুধবার (১৪ অক্টোবর) তার আগুন ঝরানো বোলিংয়ে দিল্লি ক্যাপিটালসও ১৩ রানের জয় পেয়েছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে।

অভিষেক আইপিএল আসর খেলতে নামা নরকিয়ার সেই বলের গতি রেকর্ড করা হয়েছে ১৫৬.২২ কিলোমিটার। এই গোলা ছুড়ে তিনি ভেঙে দিয়েছেন স্বদেশি পেসার ডেল স্টেইনের রেকর্ড। ২০১২ সালে স্টেনগান খ্যাত স্টেইন বল করেছিলেন ১৫৪.৪০ গতির।

নরকিয়া ইনিংসের তৃতীয় ও নিজের প্রথম ওভার করতে এসে প্রথম গোলাটি ছুড়েন ১৪৮ কিমি গতির। সেই ওভারে তার বাকি পাঁচ বলের গতি  ১৫২.৩ কিমি, ১৫২.১ কিমি, ১৪৬.৪ কিমি, ১৫৬.২ কিমি ও ১৫৪.৮ কিমি। ওভারটিতে তিনি বোল্ডও করেন রাজস্থানের ইংলিশ ব্যাটসম্যান জস বাটলারকে।

অবশ্য এমন এক রেকর্ড গড়ার কথা নিজেও প্রথম জানতে পারেননি নরকিয়া। জানার পর উচ্ছ্বাস প্রকাশ করে ম্যাচ শেষে তিনি বলেন, ‘১৫৬ কিমি গতিতে বল করেছি জানতাম না। তবে শুনে ভালো লাগছে। ’

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।