ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

উন্মোচিত হলো বিসিবি প্রেসিডেন্টস কাপের ট্রফি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০২, অক্টোবর ১০, ২০২০
উন্মোচিত হলো বিসিবি প্রেসিডেন্টস কাপের ট্রফি প্রেসিডেন্টস কাপের টফ্রি উন্মোচন অনুষ্ঠান। ছবি: শোয়েব মিথুন

করোনার কারণে দেশের ক্রিকেট দীর্ঘ দিন বন্ধ ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে বাংলাদেশকে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে।

সেজন্য ঘরোয়া ক্রিকেটে দিয়েই আবার প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামবে ক্রিকেটাররা।

রোববার (১১ অক্টোবর) থেকে শুরু হবে বিসিবি প্রেসিডেন্টস কাপ। ইতোমধ্যে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্টস কাপের টফ্রি উন্মোচন অনুষ্ঠান। এসময় উপস্থিন ছিলেন তিন দলের তিন অধিনায়ক তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত।

রোববার মাহমুদউল্লাহ একাদশ ও শান্ত একাদশের মধ্য দিয়ে শুরু হবে তিন দলীয় ওয়ানডে টুর্নামেন্ট। আসরের অন্য দল তামিম একাদশ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।