ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

জাতীয় দলের অনুশীলন চলবে ১৫ দিন, হবে প্রস্তুতি ম্যাচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৮, সেপ্টেম্বর ২৮, ২০২০
জাতীয় দলের অনুশীলন চলবে ১৫ দিন, হবে প্রস্তুতি ম্যাচ

শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি হিসেবে অনুশীলন ক্যাম্প শুরু করেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কিন্তু টাইগারদের লঙ্কা সফর স্থগিত হয়েছে।

তাই অনুশীলন ক্যাম্প আর শ্রীলঙ্কা সফরের জন্য থাকছে না।

তবে স্কিল ট্রেনিং ক্যাম্প চলবে আরও সপ্তাহ দুই সপ্তাহের মতো। এর পর আবার অনুশীলন ম্যাচ হবে তাদের মধ্যে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) মিরপুরে এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, 'এখন তো খেলা চলবে। প্রথম তো হচ্ছে ওদের আরো ১৫ দিনের অনুশীলন বাকি আছে, ওদের ট্রেনিংটা চলবে তারপর খেলা হবে দুইটা দুই দিনের একটা তিন দিনের, তিনটা অনুশীলন ম্যাচ হবে ওদের মধ্যেই। '

বিরতির পর আগামী ০১ অক্টোবর থেকে শুরু হবে আবার স্কিল ট্রেনিং ক্যাম্প। যেহেতু লঙ্কা সফর হচ্ছে না তাই আরও কিছু ক্রিকেটার অনুশীলনে যোগ করা হবে।

আগামী ২ ও ৩ অক্টোবর প্রথম দুই দিনের অনুশীলন ম্যাচ হবে। পরে ৪ অক্টোবর বিরতি দিয়ে ৫ ও ৬ তারিখ ফের একটি দুই দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে।

এরপর ৭ অক্টোবর থাকবে বিশ্রাম। ৮ অক্টোবর হবে দলীয় অনুশীলন। পরের দিন অর্থাৎ ৯ অক্টোবর ফের বিশ্রাম। পরে ১০ ও ১১ অক্টোবর দলীয় অনুশীলন।

১২ অক্টোবর আরও একটি বিশ্রামের পর ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত তিন দিনের অনুশীলন ম্যাচ মাঠে গড়াবে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।