ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৭, সেপ্টেম্বর ২৪, ২০২০
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

স্কিল ট্রেনিং ক্যাম্পের জন্য ২৮ সদস্যের প্রাথমিক অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই স্কোয়াড ঘোষণা করা হয়।

 

আগামী ০১ অক্টোবর থেকে বিকেএসপিতে চার সপ্তাহব্যাপী ক্যাম্প শুরু হবে। ডাক পাওয়া ক্রিকেটারদের আগামী ২৯ সেপ্টেম্বর মিরপুরের ক্রীড়া পল্লীতে রিপোর্ট করতে বলা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর ক্রিকেটারদের করোনা টেস্ট করানো হবে।

স্কিল ক্যাম্প চলাকালীন সময় এই ক্রিকেটাররা ৫টি ৫০ ওভারের ম্যাচ খেলবে। ম্যাচগুলো হবে ১৭, ১৮, ২২, ২৪ ও ২৬ অক্টোবর।

২৮ সদস্যের অনূর্ধ্ব-১৯ দল: মোফিজুল ইসলাম, ইমন আলী, ইফতেখার হোসেন ইফতি, হাবিবুর শেখ মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল, শাকিব শাহরিয়ার, সোহাগ আলী, মেহরাব হাসান, আব্দুল্লাহ আল হাসান, মোহাম্মদ খালিদ হাসান, আইচ মোল্লা, আশরাফুল হাসান রিহাদ খান, মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, বায়োজিত মিয়া রোমান, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, রিপন মন্ডল, মুস্তাকিম মিয়া, আহসুন হাবিব লিওন, নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম নিয়ন, মিসবাহ আহমেদ সানা, মাকসুদুর রহমান, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান, জাকারিয়া ইসলাম শান্ত।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।