ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

ক্রিকেট

দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ সাইফ হাসান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৯, সেপ্টেম্বর ১৬, ২০২০
দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ সাইফ হাসান

বাংলাদেশ জাতীয় দলের ওপেনার সাইফ হাসান গত ০৮ সেপ্টেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হন। এর ৮ দিন পর দ্বিতীয়বার তার করোনা পরীক্ষা করা হয়।

তবে দ্বিতীয়বারেও করোনা পজিটিভ হয়েছেন তিনি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলানিউজিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের সময় এক সাপোর্টিং স্টাফের করোনা ধরা পড়ার পর ক্রিকেটারদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। সেই সময় প্রথমধাপের করোনা পরীক্ষায় সাইফের করোনা ধরা পড়ে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
আরআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।