ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সম্মতির অপেক্ষায় বিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৩, সেপ্টেম্বর ১৫, ২০২০
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সম্মতির অপেক্ষায় বিসিবি বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে দীর্ঘদিন ধরে অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কিন্তু লঙ্কানদের একের পর এক শর্তের কারণে অনিশ্চয়তা দেখা দিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে।

কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে (এসএলসি) তাদের শর্তের কথা জানিয়ে দিয়েছে বিবেচনার জন্য। তাই এসএলসির সম্মতির অপেক্ষায় রয়েছে বিসিবি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংবাদমাধম্যকে এ কথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। লঙ্কান ক্রিকেট বোর্ডের সম্মতি পেলেই সিরিজ হবে। এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিসিবি সভপতি নাজমুল হাসান পাপন সেই কথাই সংবাদ মাধ্যকে জানিয়েছেন।

প্রধান নির্বাহী বলেন, 'আমরা গতকালই আমাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছি এবং তাদের সঙ্গে কী কী কথা হয়েছে সেটাও আপনাদের জানিয়েছি। এ বিষয়ে নতুন করে আর কিছু বলা ঠিক হবে না। তবে আমরা তাদের সম্মতির জন্য অপেক্ষা করছি। '

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।