ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ঢাকায় ফিরলেন টাইগারদের বোলিং কোচ গিবসন

স্পোর্টস করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৪, সেপ্টেম্বর ৮, ২০২০
ঢাকায় ফিরলেন টাইগারদের বোলিং কোচ গিবসন ওটিস গিবসন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিদেশী কোচিং স্টাফদের প্রায় সবাই ঢাকায় ফিরেছেন। সর্বশেষ মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) ঢাকায় পৌঁছেছেন টাইগারদের ক্যারিবীয় বোলিং কোচ ওটিস গিবসন।

 

সকাল ৯টা ৫০মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। সকাল ৮টা ৪০ মিনিটে আসার কথা থাকলেও ফ্লাইট বিলম্ব হওয়ায় সোয়া ঘণ্টা দেরি করে পৌঁছান গিবসন।  

ওনার আসার কথা ছিল সোমবার (০৭ সেপ্টেম্বর) সকাল ০৮টা ৪০ মিনিটে। কিন্তু ফ্লাইট বাতিল হওয়ায় নির্ধারিত সময়ে আসতে পারেননি।

১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করে টাইগারদের অনুশীলন যোগ দেবেন কোচরা। এর আগে ঢাকায় পৌঁছেছেন ট্রেনার নিক লি ও ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। টাইগারদের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান ও স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি নিউজিল্যান্ড থেকে সরাসরি শ্রীলঙ্কায় টাইগারদের অনুশীলনে যোগ দেবেন।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২০
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।