ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়ে নিষিদ্ধ আফগান কোচ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৮, সেপ্টেম্বর ৭, ২০২০
ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়ে নিষিদ্ধ আফগান কোচ কোচ লালাই

শাপাগিজা ক্রিকেট লিগের (এসসিএল) গত সংস্করণে আফগান জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ায় কোচ নুর মোহাম্মদ লালাইকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সোমবার (০৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

 

এসসিএলের গত সংস্করণের কয়েকটি ম্যাচে জাতীয় দলের ক্রিকেটারদের স্পট-ফিক্সিংয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন লালাই। আফগান ঘরোয়া লিগের এই কোচকে নিষিদ্ধ করার ব্যাপারে এসিবি’র দুর্নীতি দমন বিভাগের সিনিয়র ম্যানেজার সাঈদ আনওয়ার শাহ কোরাইশি বলেন, ‘এটা খুবই হতাশাজনক এবং মারাত্মক অপরাধ, যেখানে ঘরোয়া লিগের জুনিয়র লেভেলের কোচ ২০১৯ সালের ঘরোয়া ক্রিকেট এসসিএলে দুর্নীতির সঙ্গে জড়িত।  

তিনি আরও বলেন, ‘এই কোচ, অ্যাজেন্ট হিসেবে, এসসিএলে জাতীয় দলের খেলোয়াড়দের ম্যাচ ফিক্সিংয়ের দুর্নীতিতে জড়ানোর চেষ্টা করেন। যদিও তিনি তাতে ব্যর্থ হোন। ’ 

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।