ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ক্যারিয়ারের ইতি টানলেন সাবেক ইংলিশ পেসার ওনিয়ন্স

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪১, সেপ্টেম্বর ৪, ২০২০
ক্যারিয়ারের ইতি টানলেন সাবেক ইংলিশ পেসার ওনিয়ন্স গ্রাহাম ওনিয়ন্স

পিঠের চোটের কারণে পেশাদারি ক্রিকেট ক্যারিয়ার থেকে অবসর নিয়েছেন ল্যাঙ্কশায়ার ও ইংল্যান্ড জাতীয় দলের সাবেক পেসার গ্রাহাম ওনিয়ন্স। দীর্ঘদিন ধরে তিনি এই চোটে ভুগছিলেন।

 

৩৭ বছর বয়সী তারকা ২০১৮ সালে ডারহাম থেকে রেড রোজদের স্কোয়াডে যোগ দিয়েছিলেন। তবে এই গ্রীষ্ম মৌসুমে তাকে প্রথম শ্রেণির ক্রিকেটে দেখা যায়নি। ২০০৯ সালে টেস্ট ক্রিকেট অভিষেক হওয়া ওনিয়ন্স ইংলিশদের হয়ে ৯ ম্যাচে ২৯.৯০ গড়ে নিয়েছেন ৩২ উইকেট। ৪ উইকেট নিয়েছেন ৪ ওয়ানডে খেলে।  

এছাড়া ১৯২টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে নিয়েছেন ৭২৩ উইকেট। যার মধ্যে পাঁচ উইকেট নিয়েছেন ৩১ বার।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।