ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

রায়নার পর আইপিএল থেকে সরে দাঁড়ালেন হরভজনও

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩০, সেপ্টেম্বর ৪, ২০২০
রায়নার পর আইপিএল থেকে সরে দাঁড়ালেন হরভজনও হরভজন সিং

ব্যক্তিগত কারণে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসরে খেলবেন না হরভজন সিং। সুরেশ রায়নার পর চেন্নাই সুপার কিংসের (সিএসকে) দ্বিতীয় হাই-প্রোফাইল তারকা হিসেবে নিজেকে সরিয়ে নিলেন ৪০ বছর বয়সী অফ-স্পিনার।

 

১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এবারের আইপিএল। তার আগে গত মাসে ৬ দিনের অনুশীলন ক্যাম্প করে চেন্নাই। কিন্তু সেখানেও অনুপস্থিত ছিলেন হরভজন। ২১ আগস্ট টুর্নামেন্টকে সামনে রেখে আরব আমিরাতে যায় চেন্নাই স্কোয়াড। সেই সফরেও ছিলেন না তিনি। জানিয়েছিলেন, পরে স্কোয়াডে যোগ দেবেন।  

আইপিএল থেকে সরে দাঁড়ানোর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন হরভজন। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল টুইটারে তিনি লেখেন, ‘প্রিয় বন্ধুরা ব্যক্তিগত কারণে আমি এ বছর আইপিএল খেলছি না। এটা কঠিন সময় এবং আমি কিছু প্রাইভেসি আশা করছি পরিবারের সঙ্গে সময় কাটাতে। ’ 

২০১৮ সালে সিএসকে’তে যোগ দেন হরভজন। দলটির হয়ে আইপিএলে ২৪ ম্যাচ খেলেছেন এই অভিজ্ঞ স্পিনার। নিয়েছেন ২৩ উইকেট। চেন্নাইয়ের হয়ে দু’বার ফাইনাল খেলে একবার শিরোপা জিতেছেন হরভজন।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।