ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

ক্রিকেট

পেটের পীড়ায় অনুশীলন করছেন না মুমিনুল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১০, সেপ্টেম্বর ১, ২০২০
পেটের পীড়ায় অনুশীলন করছেন না মুমিনুল

করোনা পরবর্তী ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের শুরু থেকেই ছিলেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তবে পেটের সমস্যার কারণে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের পঞ্চম ধাপের শুরু থেকে অনুশীলনে যোগ দেননি।

তবে তিনি সুস্থ আছেন।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি জানিয়েছেন মুমিনুলের ডায়রিয়া হয়েছে সে কারণেই তিনি অনুশীলনে আসেননি। পুরোপুরি সুস্থ হলেই আবার শ্রীলঙ্কা সিরিজের জন্য অনুশীলন শুরু করবেন মুমিনুল।

প্রধান চিকিৎসক বলেন, 'মুমিনুলের ডায়রিয়া হয়েছে তাই সে অনুশীলনে আসেন নি। চিকিৎসকের পরামর্শে তিনি ওষুধ খাচ্ছেন। সুস্থ হলেই আবার অনুশীলনে যোগ দেবেন তিনি। '

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।