ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটার এমদাদ হোসেন নাঈম আর নেই

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪১, আগস্ট ৯, ২০২০
ক্রিকেটার এমদাদ হোসেন নাঈম আর নেই ক্রিকেটার এমদাদ হোসেন নাঈম

কেরানীগঞ্জ (ঢাকা): মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার ১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ক্রিকেটার এমদাদ হোসেন নাঈম (২৫)।  

গত ২৬ জুলাই কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে মাথায় আঘাত পান তিনি।

পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলে বাসায়ই চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি।  

শনিবার (৮ আগষ্ট) তিনি মারা যান। ওইদিন রাতেই উপজেলার ধর্মশুর এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।  

নাঈমের বাবা মো. রব মিয়া জানান, দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণেই তার ছেলের মৃত্যু হয়েছে।  

ঢাকার ক্লাব ক্রিকেটে পরিচিত মুখ ছিলেন এমদাদ হোসেন নাঈম। ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের অলরাউন্ডার ছিলেন তিনি।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবরটি আমরা শুনেছি। দুর্ঘটনার পর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে বাসায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।