ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সিরিজ থেকে সরে দাঁড়ালেন স্টোকস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১০, আগস্ট ৯, ২০২০
সিরিজ থেকে সরে দাঁড়ালেন স্টোকস বেন স্টোকস

পাকিস্তানের বিপক্ষে তিন টেস্ট সিরিজের শেষ দুই ম্যাচে থাকছেন না বেন স্টোকস। অসুস্থ বাবা জেরার্ড স্টোকসকে দেখার জন্য তাকে ছুটে যেতে হচ্ছে জন্মভূমি নিউজিল্যান্ডে।

 

রোববার (০৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।  

অসুস্থ বাবা ‘জেড’কে দেখতে আগামী সপ্তাহে ২৯ বছর বয়সী অলরাউন্ডার ইংল্যান্ড ছাড়বেন ‘বাই-সিকিউর বাবলে’।  

যার কারণে সিরিজের শেষ দুই ম্যাচে স্টোকসকে পাবে না ইংলিশরা। সফরকারী পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড পরের দুই টেস্ট খেলবে ১৩ ও ২১ আগস্ট। দুই টেস্টই হবে সাউদ্যাম্পটনের অ্যাজেস বোলে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ৩ উইকেটে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে জো রুটের দল।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।